Madrasa Halima Tus Sadiya

দান – সদকার গুরুত্ব ও ফজিলত :

দান-খয়রাত ও সদকা-জাকাত ইসলামে বিধিবদ্ধ ইবাদত।দান-সদকার মাধ্যমে মানুষ বিপদ থেকে মুক্তি পায়। পরকালে দানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে। প্রকাশ্য ও গোপন সব দানেই সওয়াব রয়েছে, তবে গোপন দান উত্তম এবং আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল।পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা নিজের সম্পদ দিনে বা রাতে প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর পথে খরচ করে তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে আছে। তাদের কোনো ভয় নেই। তাদের কোনো চিন্তাও নেই।’ -(সুরা বাকারা: ২৭৪)হাদীস শরীফে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘কেয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না, আল্লাহ তায়ালা সাত শ্রেণির মানুষকে তাঁর আরশের নিচে আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি, যে এতো গোপনে দান করত যে, তার ডান হাতের দান বাম হাতও টের পেত না। -(বুখারি: ৬৬০, মুসলিম: ১০৩১)বুখারি ও মুসলিম শরিফে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা কর।’। আপনি সহজেই আমাদের মাদরাসার জন্য আর্থিক সাহায্য করতে পারবেন। (1)সরাসরি অনলাইনের মাধ্যমে (2)সরাসরি অ্যাকাউন্ট নাম্বারে (3)UPI আইডিতে 41478335960@sbi বা madrasahalima@ybl (4)বারকোটের মাধ্যমে। নোট :- এখন যদি UPI আইডিতে দিতে চান। তাহলে UPI আইডি চেপে ধরে কপি করুন । যদি বারকোটের মাধ্যমে দিতে চান তাহলে অন্য মোবাইলে বারকোট ওপেন করে আপনার মোবাইলে স্ক্যান করুন। (বারকোট চেপে ধরে ডাউনলোড করলে বা স্ক্রিনশট নিলে একবারে 2000 এর বেশি পেমেন্ট পারবেন না) পেমেন্টের সময় মাদরাসার নাম দেখে নিবেন Madrasa Halima Tus Sadiya আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন - আমীন।

মুক্ত হস্তে দান করুন


STATE BANK OF INDIA
A/C NO. 41478335960
IFSC CODE : SBIN0009897
A/C HOLDER NAME : MADRASA HALIMA TUS SADIYA



অনলাইনে মাধ্যমে দান করুন
QR কোডের মাধ্যমে দান করুন

Contact
Vill-Sundarpur
P.O. – Shantipur
P.s.- Goghat
Dist. – Hooghly
PIN – 712122
State - West Bengal
India
Ph – 9564021668
Email – sundarpur.mohila.madrasa9564@gmail.com
© MADRASA HALIMA TUS SADIYA- All Rights Reserved | Designed by Lekhalekhi