Madrasa Halima Tus Sadiya

মাদরাসার ইতিহাস


এই মাদরাসা সর্ব প্রথম 2003 রমজান খাঁ সাহেব আপন মেজ ভাই মুফতি আয়ূব কাসেমী সাহেবর সাথে সু পরামর্শ করে আপন মাঠির বাড়িতেই এলাকার ছোট ছোট মেয়েদের দিয়েই পঠনপাঠন শুরু করেন। দীর্ঘ 3 বছর চলার পর এক হিন্দু ভাইয়ের কাছে নিজেদের মাঠে চাষের জমি বদল করে মাদরাসা করার মত উপযুক্ত জায়গা ক্রয় করেন। উক্ত জায়গা মাদরাসার পক্ষ থেকে 5 কাঠা অর্থাৎ 10 শতক ক্রয় করা হয়। তাতে মুফতি আয়ূব কাসেমী সাহেব ও রমজান সাহেব আরো 3 কাঠা অর্থাৎ 6 শতক নিজেদের জায়গা থেকে মাদরাসায় দান করেন। প্রথমে ঐ জায়গায় মাঠির প্রায় 60 ফুটের মত লম্বা মাদরাসা তৈরি হয় । যাতে 40 থেকে 45 জন ছাত্রী থাকা ও পড়াশোনা করতেন। তার বেশ কয়েক বছর পর ঐ লম্বা মাঠির মাদরাসা পিছনের অংশে পাকার বিল্ডিং 94 ফুট লম্বা ভিত্তি স্থাপন করেন ধীরে ধীরে ঐ পাকার বিল্ডিং ছাত লেবেল পর্যন্ত উঠে তার পরের বছর ঐ ছাত ঢালায়ের হয়। তার পরে পিড়ে /বারান্দা ঢালায়ের হয়ে কাজ সম্পন্ন হয়। ঐ বিল্ডিং ছাত্রী থাকার মত উপযুক্ত হওয়ার পর সামনের মাঠির 60 ফুটের মত বাড়ি ভেঙে দেওয়া হয়। তার পর মাদরাসার দোতলা কাজ শুরু হয়। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই কাজও ছাত লেবেল হওয়ার পর গত রমযানের ঈদের পর 12 মে 2022 এ দোতলা ছাত ঢালাই সম্পূর্ন হয়। এখনও দোতলার প্লাসটার ও রং বাকি আছে। আগামীতে আমাদের আরো কাজ বাকি আছে ও উন্নতির পরিকল্পনা আছে সকলের কাছে দু'আ ও সাহায্য সহযোগিতার কামনা করি।

ইতি :- ওবাইদুল্লাহ খাঁ
সভাপতি
মাদরাসা হালিমা তুস সাদিয়া

Contact
Vill-Sundarpur
P.O. – Shantipur
P.s.- Goghat
Dist. – Hooghly
PIN – 712122
State - West Bengal
India
Ph – 9564021668
Email – sundarpur.mohila.madrasa9564@gmail.com
© MADRASA HALIMA TUS SADIYA- All Rights Reserved | Designed by Lekhalekhi