মাদরাসা হালিমা তুস সাদিয়া পিছিয়ে পড়া মুসলিম সমাজের মহিলাদের দ্বীনি ও সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে উন্নতির এক ঐতিহ্য প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলে শান্তিপুর মৌজার অন্তর্গত সুন্দরপুর গ্রামে অবস্থিত ।বাংলার ভূমিতে দেখতে পারেন :-
জেলা :[06] হুগলী ব্লক:[14] গোঘাট 2 মৌজা :[160] শান্তিপুর খতিয়ান নং 2838 দাগ নং 5902
খালিস দ্বীন কায়েমর জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ছাত্রী সংখ্যা 152 জনের মত শিক্ষিকা সংখ্যা 7 জন। শিক্ষিকা দিয়েই পড়াশোনা করানো হয়। অফিস কর্মী 2 আদায় কারী সংখ্যা 3 জন। মাদরাসার বাৎসরিক খরচ আনুমানিক 1414073 টাকা প্রায় হয়ে থাকে। তাই আপনাদেরকে শুভ দৃষ্টি ও দুআ ও সর্বপরি সাহায্য ও সহযোগিতা চাই। আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন - আমীন। ও মাদরাসা কে সহি সালামতে কিয়ামত পর্যন্ত কায়েম ও কবুল করেন - আমীন
ইতি - ওবাইদুল্লাহ খাঁ সভাপতি অত্র মাদরাসা
নাম - রমজান খাঁ পিতা - ইলাহি বক্স খাঁ মাতা - খাদিজা বিবি জন্ম - 1966 তাকওয়া পরহেজগার অবলম্বন কারী নামাজের দারুণ পাবন্দী মিথ্যা থেকে দূরে থাকেন দ্বীনী পরিবারিক মাদরাসার কাজের সাথে সাথে দাতাদের দ্বীনের দিকে আহ্বান করে থাকেন আল্লাহ উনার অক্লান্ত পরিশ্রমে দ্বীনের বিশাল বড় খিদমতে নিচ্ছেন। আল্লাহ উনার এই সুবিশাল মহিলাদের জন্য দ্বীনি খিদমত কে আপন দয়া ও মেহেরবানীতে কবুল করেন - আমীন